• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

রাজধানীতে দুঃস্থদের মাঝে ডেল্টা ব্লাড ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরন


প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৩, ২:১৪ অপরাহ্ন / ৯৮৫
রাজধানীতে দুঃস্থদের মাঝে ডেল্টা ব্লাড ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবী সংগঠন ডেল্টা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শতাধিক মানুষের মাঝে ইফতার পৌঁছে দেয় ডেল্টা ব্লাড ফাউন্ডেশনের কর্মীরা।

স্বেচ্ছাসেবী সংগঠন ডেল্টা ব্লাড ফাউন্ডেশনের এডমিন আমিনুল ইসলাম ফাহিমের তত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। নাজমুল গাজীর সার্বিক সহযোগীতায় এ কাজটি সুসম্পন্ন হয়।

এ ব্যাপারে ডেল্টা ব্লাড ফাউন্ডেশনের এডমিন আমিনুল ইসলাম ফাহিম বলেন, সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, সবাই নিজ নিজ উদ্যোগ নিয়ে নিজ নিজ এলাকায় সাহায্যের কাজ চালিয়ে যান। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা এ ভাবেই সৃষ্টিকর্তার রহমতে সর্বদা মানুষের পাশে থাকতে পারি।আর সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণাতেই আপনার-আমার প্রিয় ডেল্টা ব্লাড ফাউন্ডেশন এগিয়ে যাবে অনেকদূর ইনশাআল্লাহ।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহ-আলম, মোঃ নাজমুল গাজী, মোঃ আবরার ফাইয়াজ সাজিদ, মোঃ রিহানুজ্জামান রাজা, মোঃ ফারাবী প্রমুখ।