
মোঃ রাসেল সরকার,ঢাকাঃ রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের (বনশ্রী শাখা) অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইফতেখার সিদ্দিকী নিখোঁজ হয়েছে। সম্ভাব্য স্থানে খোঁজ করে সন্ধান না পাওয়ায় ভুক্তভোগী পরিবার রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। শনিবার বিকেলে রামপুরার ডি ব্লকের বাসা থেকে খেলার উদ্দেশে বের হয় ইফতেখার। এরপর আর তাকে খুঁজে পাচ্ছেন না স্বজনেরা।
রোববার রাতে রামপুরা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ও জিডি তদন্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, থানায় জিডি হয়েছে। শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ফুটবল খেলার জন্য বাসা থেকে বের হয় সে। এমন তথ্যে আমরা তদন্ত শুরু করেছি। আমরা তার বন্ধু-বান্ধব, নিকট স্বজনদের সঙ্গে ইতোমধ্যে কথা বলেছি। পাশাপাশি ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যেখানে ইফতেখারকে দৌড়ে যেতে দেখা যাচ্ছে। এছাড়া প্রযুক্তিগত সহায়তা নিয়েও তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
ইফতেখারের স্বজনদের সঙ্গে আলাপে জানা গেছে, অষ্টম শ্রেণির এ শিক্ষার্থী ফুটবল খেলতে বেশ পছন্দ করে। প্রতিদিনের মত ঘটনার দিনও রামপুরা বনশ্রীর ডি ব্লকের ৫ নং সড়কের ১৭ নম্বর বাসা থেকে বের হয়। খেলা শেষে সন্ধ্যার পর পর বাসায় ফিরে আসলেও ওইদিন রাত অবধি বাসায় ফিরে আসেনি। পরে তার বাবা, মা, বড় ভাইসহ স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজখবর নিলেও সন্ধান পাননি।
খোঁজ নিয়ে জানা গেছে, সামনে পরীক্ষা থাকায় সেদিন বাসা থেকে বের হতে নিষেধ করেছিলেন তার বড় ভাই। এক সময় বড় ভাই বাথরুমে গেলে, ওই শিক্ষার্থী বাসা থেকে বের হয়ে যায়। বাসায় ফিরলে বাবা-ভাই মারতে পারেন, এই ভয়ে সে লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন স্বজনেরা।
আপনার মতামত লিখুন :