এম রাসেল সরকার, ঢাকাঃ কুমিল্লা থেকে ঢাকা ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ীতে ফের দুর্ঘটনার শিকার হাসনাত আবদুল্লাহর গাড়ি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। মাতুয়াইল ও গুলিস্তানে দুইবার দুর্ঘটনার শিকার হয় তাকে বহনকারী গাড়ি।
তারাব পরিবহনের মালিক মীর সেলিম পরিবহন আওয়ামী নেতা খন্দকার এনায়েত উল্যাহর বিশেষ সহকারী গুলিস্তানের কুখ্যাত চাঁদাবাজ মাফিয়া নেতা এই হামলা পরিকল্পিত বিশেষ সূত্রে প্রাপ্ত। আগামী দিনেও সড়কে আক্রান্ত হবার সম্ভাবনা আছে!
মাতুয়াইলে আঘাত করে পালিয়ে যায় একটি ট্রাক। গুলিস্তানে আঘাত করে মিনি ট্রাক। এদিকে, এ ঘটনাকে পরিকল্পিত হামলা বলে সন্দেহ করছেন হাসনাত আব্দুল্লাহ।
এর আগে গতকাল বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত ও সারজিসের গাড়িবহরের একটি প্রাইভেটকারকে চাপা দেয় একটি ট্রাক। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চাপা দেয়া ট্রাক ও তারাব বাসটি জব্দ করে থানায় রাখা হয়, আটক করা হয়েছে চালককেও। আটক ট্রাকচালকের নাম মুজিবর রহমান (৪০)। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর গ্রামে।
আপনার মতামত লিখুন :