এম রাসেল সরকার, ঢাকাঃ কিশোরগঞ্জের মিঠামইন থানার হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি বোরহান মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১০। আটক আসামির বিরুদ্ধে ১০ বছর ধরে গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ছিল।
রোববার র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানে তার কাছ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।
সে নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :