মনিরুজ্জামান অপূর্ব:আগামী ১লা আগস্ট ২০২১ তারিখ থেকে রপ্তানিমুখী সকল শিল্প ও কল-কারখানা বিধি-নিষেধের আওতা বহির্ভূত রাখার সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানান এফবিসিসিআই সভাপতি জনাব মো. জসিম উদ্দিন।
একইসাথে বিনিয়োগ ও কর্মসংস্থানের স্বার্থে এবং সাপ্লাই চেইন সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদনমুখী সকল ধরনের শিল্প ও কল-কারখানা খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি জনাব মো. জসিম উদ্দিন।
শিল্প ও কল-কারখানা চলাকালীন সময়ে ব্যাংকিং সেবার প্রয়োজনীয়তা অনুধাবন করে ১ আগস্ট ২০২১ থেকে স্বাস্থ্যবিধি মেনে সকল ধরনের ব্যাংক সপ্তাহে ৫ দিন চালু রাখার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দলের অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন স্বাস্থ্যবিধি মেনে রপ্তানি ও উৎপাদনমুখী সকল শিল্প ও কল-কারখানা খোলা রাখার দাবি জানান।
আপনার মতামত লিখুন :