কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত কবি ও সাহিত্যিক, প্রেসক্লাব গোপালগঞ্জের সিনিয়র সাংবাদিক এস এম জাহাঙ্গীর হোসেন। রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ অন্যান্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
রবিবার বাদ আসর জানাজার নামাজের পর দুর্গাপুরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি ছিলেন রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় এবং দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুসহ বেশ কিছু বই লিখেছেন তিনি। তাছাড়া প্রতি বছর অমর একুশে বইমেলায় তার লেখা একাধিক বই প্রকাশিত হয়েছে
আপনার মতামত লিখুন :