রক্ত ঝরা ফাগুন
——–আকিকুর রহমান তালুকদার
এসেছে ফাগুন লেগেছে আগুন
বঙ্গ মায়ের প্রিতী
রাজপথ মুখরিত ভাষায় মিছিল
আট ফাগুনের স্মৃতি!
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বাঙালী পালন করে,
মিছিলের স্মৃতি বুকের পাতায়
আজও চোখেতে ঝড়ে।
ছাত্র জনতা রাঙা পায়ে হেঁটে
শহীদ মিনার ছুটে,
প্রভাত ফেরী ফুল হাতে সব
শ্রদ্ধা জানাতে মাঠে।
পলাশের ফুল রক্তে আগুন
লালেতে লাল ফাগুন,
শহীদের স্মৃতি মিছে আছে বনে
বিশ্ব বাসি গুন গুন।
সেদিন ঢা,বিতে ভাষার দাবিতে
ভাঙ্গে চুয়াল্লিশ ধারা,
বজ্র কন্ঠে মিছিল প্রতিবাদ
বাঙালী দিয়ে যায় সাড়া।
আপনার মতামত লিখুন :