• ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

রংপুর মহানগর জামায়াতে ইসলামী উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 


প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৫, ১১:১৭ অপরাহ্ন / ১৬
রংপুর মহানগর জামায়াতে ইসলামী উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

রংপুর অফিসঃ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা ও মহানগর কার্যালয়ে রংপুর মহানগরী শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রংপুর শাপলা চত্ত্বর, আলম নগর, জামায়াতে ইসলামী কার্যালয়ে উপাধ্যাক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য,অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন দীর্ঘ সাড়ে ১৫ বছরের জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে এবং শান্তিতে-স্বস্তিতে চলাফেরা করতে পারছে। মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা এবং ওই সমস্ত জনতাকে যাঁদের ত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে। আরও স্মরণ করছি, জুলাইয়ে গণ-আন্দোলনের সব শহীদদের এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের। সকল শহিদ পরিবারের সদস্য ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে