• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে এমপিওভুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট স্কুল দিয়ে শিক্ষা বাণিজ্য : নিরব কর্মকর্তারা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন / ৪৬
রংপুরের পীরগঞ্জে এমপিওভুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট স্কুল দিয়ে শিক্ষা বাণিজ্য : নিরব কর্মকর্তারা

রংপুর অফিসঃ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়মবিধির তোয়াক্কা না করে মাত্র ৩শ গজের মধ্যে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে শিক্ষায় রমরমা বাণিজ্যে মেতে উঠেছে শিক্ষক। তদারকির দায়িত্বে থাকা শিক্ষা কর্মকর্তারা নীরব থাকার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগঞ্জের পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ বাজার শাহাপুরএলাকায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জাহাঙ্গীরাবাদ বাজারে সাহাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পৃষ্ঠপোষকতায় নিউ আইডিয়াল কিন্ডার গার্ডেন স্কুল ভবন গড়ে তুলেছেন। ওই প্রতিষ্ঠানে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। এমপিও ভুক্ত প্রতিষ্ঠান সাহাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক আবুল হাসনাত মিলু বিদ্যালয়ে এসে উপস্থিতি খাতায় স্বাক্ষর করে তার ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান নিউ আইডিয়াল স্কুল কিন্ডার গার্ডেন স্কুল পাঠ দান করান বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ শিক্ষক মিলু এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সরকারি অংশের বেতন-ভাতা গ্রহণ করে আসছেন। নামমাত্র বালিকা বিদ্যালয় কি ক্লাস নেন তিনি। সাহাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক মিলুর কর্মকাণ্ড সম্পর্কে কোন মুখ খুলেন না, এর কারণ হিসেবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায়, শিক্ষক মিলু স্থানীয় বাসিন্দা। তাই সব অনিয়ম নিরবে সয়ে যায় তিনি। শিক্ষকেরা একই সময় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নামমাত্র পাঠদান করে নিজেদের গড়ে তোলা প্রতিষ্ঠানে চলে যায় । আবার সময় বুঝে সাহাপুর বালিকা উচ্চ বিদ্যালয় এসে দেখাশোনা করেন।এভাবে চলে দুই প্রতিষ্ঠানে অর্থ উপার্জনের বাণিজ্য। অভিযোগ রয়েছে ওই সকল শিক্ষকেরা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের হাজিরা খাতায় উপস্থিতি স্বাক্ষর করে নিজেদেরই গড়ে তোলা নামমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান করায়। গত বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে সরেজমিনে দেখা যায় নিবন্ধনকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপচে পড়া উপস্থিতি আর পাশেই মাত্র ৩শ গজ দূরে সাহাপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন । ওইসব আশানুরুপ শিক্ষার্থীর উপস্থিতি নেই। সম্পর্কে স্থানীয়রা জানান এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আবুল হাসান মিলু নিজেই বিদ্যালয়ের পরিচালনা বোর্ড চেয়ারম্যান হয়ে বিগত আওয়ামী লীগ সরকার শাসন আমলে স্থানীয় এমপি শিরিন শারমিন চৌধুরী স্পিকারের প্রভাব খাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে রমরমা শিক্ষা বাণিজ্য চালিয়ে আসছে। আওয়ামী ঘরোনার রাজনৈতিক নেতাদের প্রভাবিত করে শিক্ষা কর্মকর্তাদের বিদ্যালয় নিবন্ধন লাভ করতে বাধ্য করায়। সে থেকেই চলছে শিক্ষার নামে রমরমা বাণিজ্য, হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অপরদিকে সাহাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক আবুল হাসান মিলুর নাম নিউ আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের ওনার বোর্ডে দেখা যায় চেয়ারম্যান হিসেবে তার নাম।

এ প্রসঙ্গে আবুল হাসান মিলুর কাছে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমি ওই প্রতিষ্ঠানের উপদেষ্টা। ওই বিদ্যালয়ের প্রসঙ্গে বিদ্যালয়ের প্রাঙ্গণে কথা হবে। তবে তিনি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে আছেন তা শুধু সাইনবোর্ডে মাত্র এমন দাবি করেন তিনি। আপনাদের যা ইচ্ছা তাই লেখেন। অপর শিক্ষক ক্ষিপ্ত হয়ে বলেন আমাদের নামে উল্টাপাল্টা লিখবেন না লিখলে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মোমিন মন্ডল বলেন, কেউ অভিযোগ করেনি তাই বিষয়টি আমার জানা ছিলো না, আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। এমপিওভুক্ত শিক্ষক আবুল হাসান মিলুর প্রাইভেট স্কুলে সম্পৃক্ততা থাকার সত্যতা মিললে বিধি মোতাবেক শোকজ করা হবে।