• ঢাকা
  • রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৬ পূর্বাহ্ন

যুক্তরাস্ট্র যাত্রা উপলক্ষে দোয়ারাবাজারে সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাতার সহধর্মীনিকে সংবর্ধনা


প্রকাশের সময় : জুন ৪, ২০২২, ১০:৫৮ অপরাহ্ন / ১৪৭
যুক্তরাস্ট্র যাত্রা উপলক্ষে দোয়ারাবাজারে সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাতার সহধর্মীনিকে সংবর্ধনা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতার সহধর্মীনি হাসিনা বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ( ৪ জুন) দুপুরে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অসীম মোদক এর সভাপতিত্বে এবং সহকারি অধ্যাপক রুকনুজ্জামানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক গভর্নিংবডির সদস্য আলাউদ্দিন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন উম্মে মাহবুবা রানু, ফয়সাল আহমেদ, শিক্ষক গোলাম কিবরিয়া, ছোয়াব আলী, গোলজার আহমেদ, ফরহাদ আলম, সাবেক গভর্নিংবডির সভাপতি হারুন অর রশীদ, সাবেক অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদার, সংবর্ধিত অতিথি হাসিনা বেগম। এসময় উপস্থিত ছিলেন আতর আলী, তালেব আলী, মারাজ আলী, আব্দুল হাই বিলাত, টিলাগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, নব নির্বাচিত গভর্নিংবডির সদস্য দানু মিয়া, আহসান উদ্দিন, আম্বর আলী, সিরাজুল ইসলাম, শামসুল ইসলাম, আবুল কালাম আজাদ, আফজাল হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী মানিক মিয়া, মিসেস মানিক মিয়া, সহকারি শিক্ষক ব্রজলাল দে, প্রভাষক জালাল উদ্দিন, ছাদেক মিয়া, আজিজুল ইসলাম, কামাল হোসেন ও বিধান চন্দ দাস প্রমুখ।