• ঢাকা
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ, নেতা কর্মীদের নিন্দা’র ঝড়


প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৩, ৫:৪৮ অপরাহ্ন / ৯৭
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ, নেতা কর্মীদের নিন্দা’র ঝড়

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মানহানি মামলার হুমকি দিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কূটনীতিক ওসমান সিদ্দিক। র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী বাংলাদেশি বংশোদ্ভূত কূটনীতিক ড. ওসমান সিদ্দিকের হাত রয়েছে বলে বিভিন্ন সভা-সমাবেশে বক্তৃতাকালে ড. সিদ্দিকুর রহমান প্রায়শই অভিযোগ করেন। যা যুক্তরাষ্ট্রের বাংলা ভাষাভাষী বিভিন্ন মিডিয়া আউটলেট এবং ঢাকার নিউজ পোর্টালে প্রকাশিত হয়। সর্বশেষ সিদ্দিকুর রহমান নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে বক্তৃতা করেন। সেখানে তিনি বলেন, ড. ইউনূস ও ড. ওসমান সিদ্দিকের কারণেই যুক্তরাষ্ট্র সরকার র‌্যাবকে নিষিদ্ধ করেছে। এ বক্তব্যকে অসত্য ও বিভ্রান্তিকর আখ্যায়িত করে ড. ওসমান সিদ্দিক-এর আইনজীবী কার্ল এইচ জোসেফ-ব্লাক লিগ্যাল নোটিশ পাঠান ড. সিদ্দিকুর রহমান বরাবর। সেই নোটিশের অনুলিপি হোয়াটসআপ যোগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের কাছে পাঠানো ছাড়াও ই-মেইলযোগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের উপস্থিতিতে ড. সিদ্দিুকুর রহমান মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন। এতে অ্যাটর্নি জোসেফের ক্লায়েন্ট ড. ওসমান সিদ্দিকের মানহানি হয়েছে। মিস্টার ওসমান সিদ্দিক সাবেক চ্যান্সেলর ওসমান গনির সন্তান ও ক্লিনটন প্রশাসনের আমলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, তিনি বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপি নেতা ড. ওসমান ফারুকের ভাই। লিগ্যাল নোটিশে বলা হয়, আগামীতে ওসমান সিদ্দিকের বিরুদ্ধে এ ধরনের মানহানিকর ও অসম্মানজনক বক্তব্য প্রদান থেকে সিদ্দিকুর রহমানকে অবশ্যই বিরত থাকতে হবে।

কনস্যুলেটে দেয়া অসত্য বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যহার করতে হবে এবং প্রত্যাহার সংক্রান্ত পত্র ঢাকার পরররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াশিংটনস্থ বাংলাদেশে দূতাবাস, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট, নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট এবং ওসমান সিদ্দিকের অ্যাটর্নি অফিসে পাঠাতে হবে। আগামী ২০শে মার্চের মধ্যে ড. সিদ্দিকুর রহমান তা করতে ব্যর্থ হলে ড. ওসমানের পক্ষে ল’ ফার্ম নিউ ইয়র্কের স্টেট কোর্টে মামলা করবে।

লিগ্যাল নোটিশ প্রশ্নে ড. সিদ্দিকুর রহমান প্রতিবেদককে বলেন, “৮ই মার্চ আমি নোটিশটি হাতে পেয়েছি। অ্যাম্বাসেডর ওসমান সিদ্দিক সাহেবের আইনজীবী আমাকে নোটিশটি পাঠিয়েছেন। যখন ওয়াশিংটন পোস্টে ড. মোহাম্মদ ইউনূসের সাফাই গেয়ে বাংলাদেশের বিরুদ্ধে ৪০ জনের বিবৃতি বিজ্ঞাপন আকারে প্রকাশ পেয়েছে, ঠিক তখনই আইনি নোটিশটি পাঠানো হয়েছে। আমি দেশবাসী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই আইনি নোটিশ ও ওয়াশিংটন পোস্টের বিজ্ঞাপন একই সুত্রে গাঁথা! আমি বারবার এ কথাটিই বলে এসেছি।”

যুক্তরাষ্ট্র ও ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা নিন্দা জানিয়ে এবং ড. সিদ্দিকুর রহমানকে দেওয়া লিগ্যাল নোটিশ প্রত্যাহার চেয়ে বলেন,
ডঃ সিদ্দিকুর রহমান দেশের জন্য বাণিজ্য চুক্তি এবং অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য সত্য বলেছেন। কারো বিরুদ্ধে মানহানিকর কিছু বলেননি। বাণিজ্য ঘাটতি এবং দুই দেশের মধ্যে খারাপ সম্পর্ক যেন না হয় তাই ছিলো তার প্রধান উদ্বেগ