
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি, পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শুক্রবার (৩১ জানুয়ারি) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আজগর মিয়ার ব্যক্তিগত উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল, এতিমখানা মাদ্রাসা ও পথচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা দক্ষিণ জলিরপাড় দারুস উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিম খানার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে পুনরায় দক্ষিণ জলিরপাড় বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে মিলাদ মাহফিল ও দোয়া সহ অসহায় দুস্থ পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক, মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি, পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য দলীয় সংসদ সদস্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিম সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, ননীক্ষীর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সামাদ সরদার,
জলিরপাড় ইউনিয়নের সুবোধ মন্ডল, অধীর মন্ডল, আলাউদ্দিন মোল্লা, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দক্ষিণ জলিরপাড় দারুস উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিম খানার প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সামাদ মিয়া, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের উদ্যোগে খতমে কোরআনের আয়োজন করেন জলিরপাড় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আজগর মিয়া। দোয়া অনুষ্ঠান পরিচালনায় ও ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইকরাম শেখের সভাপতিত্বে অত্র মাদ্রাসার মুহতামিম মাওলা না মুহাম্মদ আব্দুস সামাদ মিয়ার দোয়া শেষে সবার মাঝে দুপুরের খাবার ও মিষ্টি বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :