নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন সংগঠনের নামে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে চার জনকে আটক করেছে র্যাব-৬। বুধবার রাতে কালীগঞ্জ কোটচাঁদপুর মহাসড়কের তালেশ্বর নামক স্থান থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে র্যাব জানায়, কালীগঞ্জের মহাসড়কে চলাচলকারী যানবাহন থেকে চাঁদাবাজি করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় র্যাব। এ সময় তালেশ্বর নামক স্থান থেকে চাঁদাবাজির সময় হাতে নাতে রবিন দাস, আওয়াল হোসেন, আনজু ও এসএম ফারুক খানকে আটক করা হয়। তারা যাববাহনের চালকদের ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলো বলে র্যাবের কাছে স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে তাদের বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
আপনার মতামত লিখুন :