• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন

যাত্রাবাড়ী পিকআপভ্যান থেকে মিললো ২৫ কেজি গাঁজা


প্রকাশের সময় : মে ১৪, ২০২২, ১:৪৭ পূর্বাহ্ন / ১৪৪
যাত্রাবাড়ী পিকআপভ্যান থেকে মিললো ২৫ কেজি গাঁজা

মোঃ রাসেল সরকারঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যকাশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটকরা হলেন আব্দুস সাত্তার (৪০) ও জসিম উদ্দিন (৩৮)। শুক্রবার (১৩ মে) বিকেল ৫ টায় যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।

র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনামুল কবীর শোয়েব বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান থেকে ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য সাড়ে সাত লাখ টাকা।

তিনি বলেন, আটকরা পেশাদার মাদকবিক্রেতা। তারা দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।