মোঃ দীন ইসলামঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১৮,৪২৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩ এসয়ম তাদের কাছে থেকে ১৮,হাজার ৪,শত ২৫ পিস ইয়াবাসহ ১ টি পিকআপ উদ্ধার করা হয়।
সোমবার (০২ আগস্ট) গভীর রাতে র্যাব-৩ গোয়েন্দা সংবাদে জানতে পারে যে, ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানার ৩২১/১ দক্ষিণ যাত্রাবাড়ীস্থ মেসার্স ভাই ভাই সেনিটারীর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদে র্যাব-৩ এর আভিযানিক দল ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানার ৩২১/১ দক্ষিণ যাত্রাবাড়ীস্থ মেসার্স ভাই ভাই সেনিটারীর সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ মামুন (২৬) ও মোঃ রাজীব (৩০) নামের দুইজন কে গ্রেফতার করে।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বীণা রাণী দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয় তাদের কৃতকর্মের বিষয় স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা করে আসছে বলে জানায়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :