• ঢাকা
  • শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৬:১৩ পূর্বাহ্ন

যাত্রাবাড়ী-ডেমরা সড়কের মোল্লা ব্রীজ এলাকায় ওভার পাশের দাবীতে মানববন্ধন


প্রকাশের সময় : মে ৪, ২০২৩, ৬:৩৬ অপরাহ্ন / ২৫
যাত্রাবাড়ী-ডেমরা সড়কের মোল্লা ব্রীজ এলাকায় ওভার পাশের দাবীতে মানববন্ধন

এম রাসেল সরকারঃ রাজধানীর পূর্বাংশে সম্প্রতি সমাপ্ত হওয়া গুরুত্বপূর্ণ একটি সড়ক, যাত্রাবাড়ী-ডেমরা সড়ক। দেশের বিভিন্ন বিভাগীয় এবং জেলা শহর থেকে রাজধানীতে প্রবেশ করা সড়কগুলোর মধ্যে অন্যতম ব্যস্ত সড়ক এটি। এই সড়কের দুই পাশে অনেকগুলি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানছাড়াও গুরুত্বপূর্ণ কল-কারখানা এবং গার্মেন্ট রয়েছে।

এ সব শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ছাড়াও অভিভাবকদের প্রতিদিন যাতায়াত করতে হয় উক্ত সড়কে চলাচলরত দ্রুত গতির যানবাহনের মধ্যদিয়েই। গার্মেন্ট এবং অন্যান্য কলকারখানার কর্মকর্তা- কর্মচারীর সংখ্যাও কয়েক হাজার। রাস্তা পারাপার হয়ে গিয়ে প্রায়ই হতে হয় নাজেহাল।দূর্ঘটনায় প্রাণও হারাতে হয় মাঝে-মধ্যে।

এখানে মোল্লা ব্রীজ এলাকায় একটি ওভার পাশ স্থাপনের দাবী স্থানীয়দের দীর্ঘদিনের খুবই যৌক্তিক দাবী হলেও কর্তৃপক্ষ যেন দেখেও না দেখার ভান করে রয়েছে। জনগনের এরকম প্রাণের দাবী কখনোই অপূর্ণ থাকে না। তবে, সেটা হয় বড় কোনো দূর্ঘটনার পর। দূর্ঘটনার আগে বিষয়টির দিকে একটু সুদৃষ্টি দিলেই সমাধান হয়ে যায়। দুঃখজনক হলেও সত্যি আমাদের দেশের প্রক্ষাপটে যে কোনো একটি বড় দূর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়েচড়ে বসে, দূর্ঘটনা ঘটার আগে কিছু জানেন না বুঝেনও না।

সম্প্রতি এলাকার সাধারণ ভুক্তভোগী মানুষ জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে ব্যানার ও ফেস্টুন নিয়ে এলাকায় মানববন্ধন করেছে। কয়েকশ’ নারী-পুরুষ তীব্র রোদ্রের প্রখরতা উপেক্ষা করে যাত্রাবাড়ি- ডেমরা সড়কে দীর্ঘ সময় অবস্থান করেন।

মানববন্ধনে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল। এলাকার সূধী মহলের প্রত্যাশা এবার অনন্ত: সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগুরুত্বপূর্ণ এ বিষয়টির দিকে সুদৃষ্টি দিবেন।