আজিজুল ইসলাম, যশোর : যশোরের শার্শা উপজেলার রাড়ীপুকুর গ্রাম থেকে সজিব হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার ও গ্রামবাসীর দাবী তাকে কে বা কারা হত্যা করে গলায় দড়ি পরিয়ে তার পর বাঁশের আড়ার সাথে বেঁধে রেখে চলে যায়। সজিবের মা পারভীনা বেগম জানিয়েছেন তারা কেউ বাড়িতে না থাকায় তাকে কে বা কারা হত্যা করে পালিয়ে গেছে। সজিবের হাতে পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিলো।
সজিব বাগআঁচড়া বাজারে একটি গার্মেন্টসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। ঘটনার দিন রাতে কেউ বাড়িতে ছিলোনা। সজিবের পরকীয়ার কারনে তার স্ত্রী তাকে ফেলে রেখে ১ মাস আগে তার ৯ মাস বয়সী পুত্র সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। সজীব এদিন খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে না ওঠার কারন সজিবের নানী জোহরা খাতুন ঘরের জানালা দিয়ে তাকে ডাকতে গিয়ে দেখে সজিব নামাজ পড়ার মত করে দু’হাটু ভাজ করে মাটিতে ভর দিয়ে বসে আছে। গলার সাথে আর বাঁশের আড়ার সাথে দড়ি দিয়ে বাঁধা রয়েছে। এ অবস্থা দেখে সে চিৎকার করে লোকজন জড়ো করে। আশপাশের মানুষ এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, সকালে খবর পেয়ে পুলিশের সাথে আমিও ঘটনাস্থলে যাই। দেখি সজীব নামাজ পড়ার কায়দায় বসে আছে। তার গলার দড়ি বাঁশের আড়ার সাথে টান টান করে বাঁধা রয়েছে। তার দু’পায়ের আঙ্গুল ধারালো অস্ত্র দিয়ে চিরে দেয়া হয়েছে। তিনি বলেন, এটা আত্মহত্যার মত কোন ঘটনা নয়। তার ধারণা অজ্ঞাত কোনো দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে। তবে পুলিশী তদন্তে সেটা বেরিয়ে আসবে।
একটি সুত্র জানায়, সজীবের স্ত্রী থাকা সত্বেও সে একটি মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এঘটনাকে কেন্দ্র করে ঐ মেয়ের পরিবারের লোকজন তাদের মেয়ের সাথে অবাধে মেলামেশার কারণে তাকে ছুরিকাঘাতে আহত করে।
এ ঘটনায় সজীবের মা পারভিনা বেগমা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেেন। মামলাটি আদালতে চলমান রয়েছে। যার নং (জিআর ১৩/২৪) তারিখ ২১ আগষ্ট ২০২৪।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ভিত্তিতে জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। পরিবার থেকে অভিযোগ বা মামলা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :