• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন

যশোর-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল : আছে আপিলের সুযোগ


প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৩, ৬:৩১ অপরাহ্ন / ১৩৪
যশোর-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল : আছে আপিলের সুযোগ

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৪ এ যাচাই বাছাইয়ে ৮৫, যশোর-১ (শার্শা) আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ৩ ডিসেম্বর যাচাই-বাছায়ের শেষ সময় (রবিবার) বিকেল পর্যন্ত এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।

যশোরের এ আসনে ৬ জন এমপি পদ প্রার্থীর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থীসহ জাতীয় পার্টির এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করে রিটার্নিং কর্মকর্তা।

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান, যশোর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। যাচাই বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন, নাজমুল হাসান ও জাতীয় পার্টির আক্তারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়।

অন্যদিকে, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেনাপোলের সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন, জাকের পার্টির সবুর খানের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করা হয়।

তবে জানা গেছে, আছে আপিলের সুযোগ। এছাড়া এক বাতিল প্রার্থী জানিয়েছেন তিনি আপিল করবেন।