মোঃ সোহাগ হোসেন, শার্শা,যশোরঃ বাগআচঁড়া তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ফেনসিডিল ও বাইসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামি নাম, মোঃ ইনসাফ আলী (৩০) সে বেনাপোল পুটখাশী কামারপাড়া গ্রামের হামজের আলীর ছেলে,
শুক্রবার (২৭আগষ্ট) সকাল সাড়ে ৭’টার সময় শার্শা থানাধীন ইছাপুর সাকিনস্থ গোগা টু বালুন্ডা গামী রোডের মোঃ শফির ইট ভাটার সামনে থেকে ১০ (দশ) বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত বাইসাইকেল সহ আটক করেন।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, মোহাম্মদ আল ফরিদ ভূঁইয়া জানান। এ বিষয়ে শার্শা থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :