
নিজস্ব প্রতিবেদক, যশোরঃ যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ইকরাম উদদৌলা এর বিরুদ্ধে সাবেক খুলনা ব্যুরো প্রধান উকিল নোটিশ করেছেন।
তিনি তার নোটিশে অভিযোগ করেন দীর্ঘ এক বছর কল্যাণ পত্রিকায় কাজ করার পরেও কল্যাণ সম্পাদক তাকে কোন নিয়োগপত্র দেননি। শুধুমাত্র পত্রিকার পরিচয়পত্র দিয়েছেন। শুধু তাই না,পত্রিকার পক্ষ থেকে প্রতিমাসে মাসিক বেতন,অফিস খরচসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়না। পত্রিকার ওয়েজ বোর্ড অনুযায়ী যে বেতন তিনি পাবেন,তাই তিনি দাবি করেন। পাশাপাশি খুলনা ব্যুরো প্রধানের অফিসের আওতাভুক্ত চারজন প্রতিনিধি দেওয়া হয়। তাদের পত্রিকার অফিসে খুলনা ব্যুরো প্রধানের সহ জামানত (ফেরতযোগ্য ) চারজনের নিকট থেকে মোট ২১ হাজার ৫ শত টাকা দেওয়া হয়। কিন্তু পত্রিকা কর্তৃপক্ষ সম্পাদক ও প্রকাশক মোঃ ইকরাম উদদৌলা প্রতিনিধিদের জামানাতের টাকা ফেরত দিচ্ছেন না। তাদেরকে কোন অভিযোগ ও সুনির্দিষ্ট কারন ছাড়া হঠাৎ করে বাদ দেওয়া হয়েছে। যা আইনের পরিপন্থি। খুলনা ব্যুরো প্রধান এইচ এম সাগর (হিরামন) বাদী হয়ে সোমবার ৬ মার্চ ২০২৩ তারিখ সম্পাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উক্ত লিগ্যাল নোটিশ প্রদান করেন।
আপনার মতামত লিখুন :