• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

যশোরে পরকীয়ার জেরে শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা


প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২১, ২:৩৭ অপরাহ্ন / ৩৪৫
যশোরে পরকীয়ার জেরে শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

মোঃ সোহাগ হোসেন,শার্শা,যশোরঃ যশোরের মনিরামপুর উপজেলায় কলেজ শিক্ষক স্বামীর পরকীয়ায় অভিমান করে দেড় বছর বয়সী একমাত্র কন্যা সন্তান কথা’কে শ্বাসরোধ করে হত্যার পর অস্তঃসত্ত্বা মা পিয়া মন্ডল(২৩) আত্মহত্যা করেছে।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কুলটিয়া গ্রামে। স্থানীয় থানা পুলিশ রাত ৯.০০ টায় লাশ উদ্ধার করে আত্মহত্যা প্ররোচনার দায়ে ঐ মহিলার (পিয়া) মন্ডলের লাশ পুলিশ হেফাজতে নিয়েছে।

জানা যায়,উপজেলার কুলটিয়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের ননি মন্ডলের ছেলে মশিয়াহাটি ডিগ্রি কলেজের প্রভাষক কণার মন্ডলের সাথে পাঁচ বছর আগে বিয়ে হয় অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামের ভগিরত মন্ডলের মেয়ে পিয়া মন্ডলের।বিয়ের পর কনার মন্ডল স্ত্রীকে নিয়ে কুলটিয়া বাজারের পাশে ফাল্গুন মন্ডলের দ্বিতীয় তালায় ভাড়া নিয়ে থাকতেন।

পিয়া মন্ডলের দাদু কমলেশ মন্ডল জানান, কণার মন্ডল এলাকার এক মহিলার সাথে পরকীয়া সম্পর্কে রয়েছে।বিষয়টি নিয়ে কণার এবং পিয়ার মধ্যে প্রায় ঝগড়া হতো।পরকীয়ার প্রতিবাদ করায় কণার মন্ডল প্রায়ই পিয়াকে মারপিট করতো।স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার সকালে কনার তার স্ত্রীর সাথে ঝগড়ায় হয়।

স্থানীয়রা জানান, স্বামীর উপর অভিমান করেই মেয়ে কথা’কে শ্বাসরোধে হত্যার পর ঘরের সিলিংয়ের হুকের সাথে নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।এবিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মা-মেয়ের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় স্বামী কণার মন্ডলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এখন পর্যন্ত কোন মামলা হয়নি,তবে মামলা পক্রিয়াধীন ।