• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

যশোরের শার্শায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২১, ১০:২১ পূর্বাহ্ন / ১৪৯
যশোরের শার্শায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা

আজিজুল ইসলামঃ যশোরের শার্শার রুদ্রপুর গ্রামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী ধর্ষিত হয়েছে বলে তার পরিবারের অভিযোগ। এ্যাপারে ধর্ষিতার বাবা বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা করেছেন ।

ধর্ষিতার পিতার দাবী তার মেয়ে স্কুলে যাওয়া আসার পথে প্রতিবেশী আনসার আলী গাজীর ছেলে বজলু গাজী প্রায়ই তাকে উত্যক্ত করতো। প্রতিদিনের ন্যায় গত ২১ শে ডিসেম্বর সন্ধায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তার মেয়েকে বজলু জোরপূর্বক ধরে তার বাড়ী নিয়ে যায়। এসময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মুখে ওড়না দিয়ে তাকে ধর্ষণ করে। পরে তার মেয়ের চিৎকার চেচামেচিতে এলাকার লোকজন ছুটে এলে বজলু পালিয়ে যায়। বিষয়টি জানার পরে মেয়ের বাবা বাদী হয়ে শার্শা থানায় ধর্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান বলেন, ভিকটিমের জবানবন্দি রেকর্ড সহ ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে।ধর্ষককে আটকের চেষ্টা অব্যহত রয়েছে বলে তিনি জানান।