• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৪ আসামী আটক


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন / ৩১
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৪ আসামী আটক

আজিজুল ইসলাম,যশোরঃ যশোরের শার্শায় ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সাজু(২৬) ও জিআর পরোয়ানাভুক্ত আসামী শেখ সোয়েব(৩২),আবুজার সজিব(৩০) ও মোঃ মধু(৩৭)নামে চার জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যামে আটকের বিষয়টি জানিয়েছেন থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ইয়াবাসহ আটক সাজু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শামসুর রহমান(ঝন্টুর) ছেলে ও জিআর পরোয়ানা ভুক্ত আসামী শেখ সোয়েব উপজেলার উলাশী গ্রামের ওমর আলীর ছেলে,আবুজার সজিব সমন্ধকাঠী মাঝের পাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে ও মধু একই উপজেলার গিলাপোল গ্রামের সাত্তার শেখের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃত আসামীদের রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।