মোঃ সোহাগ হোসেন, শার্শা,যশোরঃ যশোরের শার্শায় পল্লীতে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল সহ চিহ্নিত দুই মাদক কারবারি কে আটক করেছে ডিবি পুলিশ
আটক, মোঃ আলামিন (২২) পিতাঃ কুরবান আলী, ও জাহিদ হোসেন (১৯) পিতা তহিদুল ইসলাম, তারা দুই জনই গোগা কালিয়ানী (উত্তরপাড়া) বাসিন্দা।
রবিবার (২২ আগস্ট) ডিবি’র এসআই মোঃ ইদ্রিসুর রহমানের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা উপজেলা গোগা কালিয়ানী এলাকায় অভিযান চালিয়ে সন্ধ্যা ৬’টার সময় মোঃ আলামিন ও জাহিদ হোসেন কে ৫০ পিস ফেনসিডিল সহ তাদের আটক করেছ।
ডিবি’র এসআই ইদ্রিসুর রহমান জানান,এ সংক্রান্তে শার্শা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :