নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শায় দুটি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩৪টি চোরাই মোবাইল সেট জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা( ডিবি) পুলিশ। এ সময় চোরাই মোবাইল বেচাকেনায় জড়িত থাকার অপরাধে দু’জনকে আটক করা হয়েছে।
৪ মার্চ ( সোমবার ) সন্ধ্যায়, শার্শার নাভারন কাজিরবেড়ে অবস্থিত ইমরান টেলিকম ও ব্যাংক মার্কেট এলাকায় অবস্থিত প্রাইম টেলিকম এ্যান্ড ইলেকট্রনিক নামক দুটি দোকানে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, পাশ্ববর্তী ঝিকরগাছা উপজেলার করিম আলী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (৩৭), ও নাভারন বুরুজবাগান গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহাত আল মুবিন সিয়াম (২০)।
মঙ্গলবার দুপুরে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শার্শার নাভারন বাজারের দুটি দোকানে নিয়মিত চোরাই মোবাইল বিক্রি চলছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার যশোর জেলা ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালায়।
এ সময় নাভারন কাজিরবেড় নামক স্থানে অবস্থিত ইমরান টেলিকম ও ব্যাংক মার্কেট এলাকায় অবস্থিত প্রাইম টেলিকম এ্যান্ড ইলেকট্রনিক দোকান থেকে নানা ব্র্যান্ডের ৩৪টি চোরাই মোবাইল সেট জব্দ করে। এছাড়াও এসময় চোরাই মোবাইল বেচাকেনার অপরাধে দু’জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে শার্শা থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানান তিনি।