• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

যশোরের শার্শায় জমাজমি সংক্রান্ত শালিসে বিএনপির দুই গ্রুপের বোমাবাজি,সংঘর্ষ আহত ৫


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন / ২১
যশোরের শার্শায় জমাজমি সংক্রান্ত শালিসে বিএনপির দুই গ্রুপের বোমাবাজি,সংঘর্ষ আহত ৫

আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শার বালুন্ডা গ্রামে জমিজমা সংক্রান্ত এক শালিস চলাকালীন সময়ে বিএনপির দু পক্ষের সংঘর্ষ ও বোমা বাজির ঘটনায় ৫ জন আহত হয়েছেন। এ সময় ১০ থেকে ১২ টি হাত বোমার বিস্ফোরণ ঘটনো হয়।

জানাগেছে, শনিবার সকালে বালুন্ডা উত্তর পাড়ার অহিদ বিশ্বাস ও ফজলু বিশ্বাসের মধ্যে জমাজমি সংক্রান্ত বিরোধ নিরসনের শালিশ বৈঠক বসানো হয়। এ সময় ৫নং পুটখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুল ও ৫নং বালুণ্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুলের সমার্থক নেতাকর্মীরা বাক বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটনো হলে কবিরুল সমার্থক ৫ জন নেতাকর্মী আহত হয়। পরে উদ্ধার করে ২ জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।

আহতরা হলেন, বালুন্ডা গ্রামের ওম্বত আলীর ছেলে ইরফান আলি (৩৫), সুলতান মল্লিকের ছেলে আবুজর(২৩) আব্দুল গণির ছেলে মোকারুল (৮) তাহাজ্জত মোড়লের ছেলে আবু সিদ্দিক (৪৫) ও পুটের ছেলে জালাল উদ্দিন (৩২) ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।