• ঢাকা
  • বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ন

যশোরের শার্শায় গাঁজা ও মোটর সাইকেলসহ দু’জন আটক


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২১, ২:৩৮ অপরাহ্ন / ১৭৯
যশোরের শার্শায় গাঁজা ও মোটর সাইকেলসহ দু’জন আটক

আজিজুল ইসলাম, বেনাপোলঃ যশোরের শার্শা পুলিশ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল সহ দু’জনকে আটক করেছে।শুক্রবার সকালে জিন্নাত আলী(৫২) এবং এসকেন্দার আলী(৪৫) নামে দুই মাদক ব্যবসাায়ীকে গোড়পাড়া পুলিশ শার্শার ফুলসরা গ্রাম থেকে তাদের আটক করে।

গোড়পাড়া পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ সামনুর মোল্যা সোহান জানান, ৪ কেজি গাঁজাসহ বেনাপোল পোর্ট থানার সরবাংহুদা (মাঠপাড়া) গ্রামের মৃত আঃ সামাদ মীরের ছেলে জিন্নাত আলী (৫২) ও যশোর কোতয়ালী থানার মৃত নুর মোহাম্মদের ছেলে এসকেন্দার আলী (৪৫) আটক করা হয়েছে।

তিনি আরো বলেন গোপন খবরে ফুলসরা গ্রামের আলী হোসেনের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে এদের ৪ কেজি গাঁজা ও একটি মটর সাইকেল সহ আটক করা হয়।
আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।