মোঃ সোহাগ হোসেন, শার্শা যশোরঃ শার্শা উপজেলার লাড়িপুকুর এলাকা থেকে ভারতীয় ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
পুলিশ জানান, মঙ্গলবার (২৪ আগষ্ট) বাগআচঁড়া তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ আকবর হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে সকাল ৭’ ঘটিকায় শার্শা থানাধীন রাড়ীপুকুর টু মহিষাগামী রোডের মোঃ আবু বক্কার সিদ্দিকের বাড়ীর সামনে থেকে একটি মোটরসাইকেল সংকেত দিয়ে থামাতে গেলে মোটরসাইকেল আরোহী দুজন মোটরসাইকেল ফেলে দৌঁড়াইয়া পালাইয়া যায়। বিষয়টি বাগআচঁড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জকে অবগত করিলে, তাঁর নির্দেশে এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৭:৩০ ঘটিকায় ফেলে যাওয়া মোটরসাইকেলে রক্ষিত ব্যাগে ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল ও মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করেন।
পরে আসামীদের নাম-ঠিকানা সংগ্রহ করেন। পলাতক আসামীর নাম (১) মনিরুল ইসলাম (৩২), পিতা ওয়াজেদ আলী, (২) মনিরুজ্জামান মনি (৩৫), পিতা-ইউনূস আলী, তারা দুই জনই রাড়ীপুকুর, গ্রামের বাসিন্দা।
পুলিশ আরো জানান, আসামীরা দীর্ঘদিন যাবত চোরাচালানীর মাধ্যমে যশোর জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ মাদক ব্যবসা করে আসছিল।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান,
এসংক্রান্ত পলাতক দুই আসামীর বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :