আজিজুল ইসলাম, শার্শা, যশোরঃ যশোর জেলার শার্শা উপজেলার বালুন্ডা বাজার এলাকায় একটি পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি তাজা বোমা উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। শনিবার ভোরে বোমা গুলো উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া জানান, গোপন খবর আসে বালুন্ডা বাজারে পশ্চিম পার্শ্বে একটি পুকুরের পাড়ে পরিত্যক্ত অবস্থায় ককটেল বোমা রাখা রয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে এসআই শংকর কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৬টি৷ তাজা ককটেল বোমা কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করেন। কে বা কারা ককটেল গুলো কি জন্য সেখানে রেখেছিলো, তা খতিয়ে দেখছে পুলিশ।
আপনার মতামত লিখুন :