• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

যশোরের শার্শায় ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ২


প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২২, ৬:৩৬ অপরাহ্ন / ২৬৩
যশোরের শার্শায় ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ২

আজিজুল ইসলাম: যশোরের শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বুধবার সকালে ২৬ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ফরিদ আল মাহমুদ গোপন খবরের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ নিয়ে সাতমাইল গোগা সড়কের পাকা রাস্তার ওপর থেকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার গোহাল বাড়ি গ্রামের মনোয়ার মিয়ার ছেলে মশিউর রহমান ও যশোরের শার্শা থানার গোগা কারিগর পাড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে শরিফুল ইসলামকে ২৬ বোতল ফেনসিডিল সহ আটক করে। এসময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

এ ব্যাপারে একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে ফরিদ আল মাহমুদ জানান।