আজিজুল ইসলামঃ যশোরের শার্শার বাগআঁচড়া বসত পুর থেকে ১০০ বোতল ফেনসিডিল সহ দুজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে বসত পুর প্রাইমারী স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আলহাজ্ব জানান গোপন খবরের ভিত্তিতে সাত মাইল তেঁতুল তলা এলাকার রওশন আলীর ছেলে ওসমান গনি (২৮) ও মহিষাকুড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে শামিম হোসেন (৩৫) কে বসত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাড় করানো হয়। এবং তাদের স্বীকারোক্তি মতে ভানেের ওপর বিচালি ভর্তি বস্তার ভেতর থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি ব্যাটারি চালিত ভ্যান ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়ার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানান।
আপনার মতামত লিখুন :