• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

যশোরের শার্শার পাঁচভুলোট গ্রামে পিস্তল ও ম্যাগজিনসহ দু’জন আটক


প্রকাশের সময় : মে ৩০, ২০২৫, ৭:১২ অপরাহ্ন / ১৩৭
যশোরের শার্শার পাঁচভুলোট গ্রামে পিস্তল ও ম্যাগজিনসহ দু’জন আটক

আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে ২ টি নাইন এমএম পিস্তল ও ২টি খালি ম্যাগজিনসহ আব্দুল মজিদ (৪৮) ও ইছা সরদার (৫০) নামে দুই জনকে আটক করেছে বিজিবি।

আটক মজিদ পাঁচভুলোট গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে ও ইছা সর্দার একই গ্রামের রবিউল সর্দারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে সীমান্তবর্তী পাঁচভূলট গ্রামে আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচ হতে পলিথিন দিয়ে মোড়ানো একটি নাইন এমএম পিস্তল (ইউ এস এ) ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে ইছা সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে গোয়াল ঘরের পাশ হতে ১ টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র ও ম্যাগাজিনের সিজার মুল্য দুই লাখ বিশ হাজার টাকা।

দেশের সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকসহ যে কোনো ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি কর্মকর্তা জানান।