আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার লক্ষন পুর ইউনিয়ন এর শিকারপুর মৃধা পাড়া দিয়ে বিজিবি ক্যাম্পে যাবার পথে রাস্তার ধারে কবির হোসেনের বাড়ী। বয়স ৪৫ হবে। মৃত জয়নাল মৃধার ছেলে কবির। মাটির দেয়ালের ওপর টালি বসানো ছোট্ট ঘর কবিরের। ৭০ বছরের বৃদ্ধ মা, স্ত্রী ও দুই ছেলে সহ পাঁচ জনের সংসার তার। জোন মজুরি দিয়ে ভালোই চলছিলো তাদের ছোট খাটো সংসার। কিন্তু বিধি বাম। গত বছর আমফান ঝড়ের সময়কার ঘটনা। ইউছুপ মিয়ার গাছের ডাল কাটতে গিয়ে কবির গাছ থেকে পড়ে যায়। ভেঙে যায় তার মেরুদন্ডের হাড়। একেবারে আলাদা হয়ে যায়। সে এক করুন অবস্থা। সেই থেকে সে পঙ্গু। পয়সা না থাকায় চিকিৎসা নিতে পারেনি। মেরুদণ্ড ঠিক করতে অনেক টাকার দরকার। কোথায় পাবে সে এতো টাকা? লোকের দেয়া হুইল চেয়ারে বসে এখন দিন কাটে তার। নিস্পলক চেয়ে থাকে অদুর ভবিষ্যতের পানে। সরকারি অনুদান বলতে ৩০ কেজি চালের কার্ড আছে তাদের। নিয়তির ওপর ভর করে অনেক কষ্টে শিষ্টে দিন পার করছেন কবির। কোনো বেলা খেয়ে কোনো বেলা না খেয়ে কাটতে হয় অনেক সময়। কবিরের সন্তান দুটি মানুষ করতে বেঁচে থাকার প্রয়োজন। এজন্য জরুরি চিকিৎসা নিতে হবে তার। প্রয়োজন অনেক টাকার। সে তার চিকিৎসার জন্য আপনাদের কাছে সাহায্য কামনা করেছেন। যদি কেউ এগিয়ে আসেন তার সাহায্যে। কবির এখন বেঁচে থেকেও মৃত। তাকে সাহায্য দিতে চাইলে তার নিজস্ব 01988-985428 বিকাশ নম্বরে যোগা যোগ করতে পারেন।