• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন

যশোরের শার্শায় ৬ কেজি গাঁজাসহ হাচান নামে (২০) এক মাদক ব্যবসায়ী আটক


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২১, ১:০৮ অপরাহ্ন / ২৩১
যশোরের শার্শায় ৬ কেজি গাঁজাসহ হাচান নামে (২০) এক মাদক ব্যবসায়ী আটক

হোসেন শার্শা,যশোরঃ যশোরের শার্শা থানার সুবর্ণখালী গ্রামের প্রাথমিক বিদ্যালয় এর দক্ষিণ পাশ থেকে মোঃ ইসরাফিল মাস্টার এর মেহেগনী বাগান থেকে হাসান (ওরফে) সুটার হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটককৃত, হাচান (ওরফে) সুটার হাচান, শার্শা উপজেলার বহিলাপোতা গ্রামের মোঃ বাবলুর রহমানের ছেলে।

এসআই মেহেদী হাসান জানান, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে আমিও আমার সঙ্গীয় ফোর্সসহ (১৫ জুলাই) রাত ১.৩০ ঘটিকার সময় শার্শা থানার সুবর্ণখালী গ্রামের প্রাথমিক বিদ্যালয় এর দক্ষিণ পাশে মোঃ ইসরাফিল মাস্টার এর মেহেগনী বাগান থেকে ৬ কেজি গাঁজা সহ আসামী কে আটক করেছি।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান উক্ত বিষয়ে শার্শা থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।