• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন

যশোরের শার্শায় ১৮ কেজি গাঁজাসহ পাচারকারী আটক


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৩, ১১:০৯ অপরাহ্ন / ৪৩
যশোরের শার্শায় ১৮ কেজি গাঁজাসহ পাচারকারী আটক

আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শায় ১৮ কেজি গাঁজাসহ বাবলুর রহমান বাবু নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে শার্শা থানার‌ ছোট মান্দারতলা গ্রাম থেকে তাকে আটক করে শার্শা থানা পুলিশ। আটক বাবলুর রহমান বাবু বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামের মৃত ইয়াকুব আলী ছেলে।

পুলিশ জানায়,বাবলুর রহমান বাবু শার্শা টু বোয়ালিয়া সড়ক বোয়ালিয়া ঈদগা সংলগ্ন এলাকা থেকে ১৮ কেজি গাঁজা সংগ্রহ করে পাচারের চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে একজনকে আটক করে। এ সময় কস্টেপ দিয়ে মোড়ানো গাঁজার ৯টি বান্ডিল উদ্ধার করা হয়। যার ওজন ১৮ কেজি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম বলেন,আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।