• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২৫০ বোতল ফেনসিডিলসহ আটক-১


প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৩, ৯:৩৪ অপরাহ্ন / ৯০
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২৫০ বোতল ফেনসিডিলসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক, যশোরঃ যশোরের শার্শায় ২৫০ বোতল ফেনসিডিল সহ সেকেন্দার সেকেন (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

শার্শা থানার অফিসার ইনচার্জ এস‌এম আকিকুল ইসলাম এর নেতৃত্বে এস‌আই মাহফুজ, এএস‌আই রাশেদুল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে। ৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে, যশোরের শার্শা থানাধীন পাঁচভূলট গ্রামে অভিযান পরিচালনা করে মাদক কারবারি সেকেন্দার সেকেন (৩২) পিতা- মৃত ইমাম সরদার, সাং- পাঁচভূলট, থানা-শার্শা, জেলা- যশোর’কে ২৫০ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে ২শত ৫০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।