নিজস্ব প্রতিবেদক, যশোরঃ যশোরের শার্শায় পুলিশের অভিযানে, বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ কসমেটিকস সহ দুই নারীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম এর নেতৃত্বে, পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে ।
শুক্রবার বেলা ২ ঘটিকার সময়, শার্শা থানাধীন মান্দারতলা-জেলেপাড়া মোড় থেকে ২,৪৮,১০০ (দুই লক্ষ আটচল্লিশ হাজার একশত) টাকা মূল্যের, ইন্ডিয়ান (ভারতীয়) নিষিদ্ধ, বিপুল পরিমাণ কসমেটিকস পণ্য সহ দুই নারীকে আটক করেছেন শার্শা থানা পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস পন্য চোরাইপথে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে এমন সংবাদে অভিযান চালিয়ে। শার্শা থানাধীন মান্দারতলা-জেলেপাড়া মোড় থেকে ২,৪৮,১০০ (দুই লক্ষ আটচল্লিশ হাজার একশত) টাকা মূল্যের ইন্ডিয়ান কসমেটিকস সহ দুই নারীকে আটক করা। এ সংক্রান্তে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :