মোঃ সোহাগ হোসেন,শার্শা, যশোরঃযশোরের শার্শা থানা পুলিশের অভিযানে দুই মাদক পাচারকারীকে ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করেছে শার্শা থানা পুলিশ। আকটকৃত আসামীরা হলো, মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ আশরাফুল ইসলাম।
পুলিশ জানান, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ শরিফুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্স সহ বুধবার (২৫ আগষ্ট) বেলা সাড় ১১,৩০ ঘটিকার সময় শার্শা থানাধীন শার্শা পশ্চিম পাড়া গ্রামের তুহিন মেম্বর এর রাইচ মিলের সামনে থেকে ইয়াবা ট্যাবলেট ও পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ তাদেরকে হাতেনাতে আটক করি।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন। এ বিষয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।