আজিজুল ইসলাম, বেনাপোল, যশোরঃ যশোরের বেনাপোল সড়ক পথের অব্যবস্থাপনার অবসান চাই নিরাপদ সড়ক চাই-মায়ের কোল শূণ্য হওয়ার বিচার চাই এমনই প্লাকার্ড নিয়ে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় ও বেনাপোল ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় এর ৭ম শ্রেণীর মেধাবী ছাত্রী আনিকা আক্তার শরিফা ট্রাক চাপায় নিহত হওয়ার প্রতিবাদে রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শোক র্যালি শেষে বেনাপোল কাস্টমস হাউজের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ সময় শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় জনগনও সমাবেশে অংশ নেন।
সমাবেশে নিহত স্কুল ছাত্রীর পরিবারের ক্ষতিপূরণ, দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি, সড়ক সংস্কার ও নিরাপদ সড়কের দাবি জানানো হয়। এছাড়াও যানজটের নিরসন ও বিদ্যালয়ের সামনে স্পীড ব্রেকার নির্মানের প্রস্তাব রাখা হয়।
উল্লেখ্য, গত ২ আগস্ট বুধবার সকালে স্কুলে আসার পথে পণ্য বোঝাই ট্রাক চাপায় আনিকা আক্তার নিহত হয়। নিহত স্কুল ছাত্রী আনিকা বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির একজন মেধাবী ছাত্রী। তার রোল নম্বর চার। সে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের ফেরি ব্যবসায়ী আলমগীর হোসেনের মেয়ে। পুলিশ ট্রাকসহ চালককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।
আপনার মতামত লিখুন :