• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন

যশোরের বেনাপোলে সতের হাজার টাকার জাল নোট সহ ২জন আটক


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৪, ১০:০৭ অপরাহ্ন / ১৩
যশোরের বেনাপোলে সতের হাজার টাকার জাল নোট সহ ২জন আটক

আজিজুল ইসলাম, যশোরঃ যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি শার্শার আমড়াখালি চেকপোস্ট থেকে  সতের হাজার টাকার জালনোট সহ আলমগীর ও সাব্বির নামে দুইজন কে আটক করেছে ।

শনিবার রাতে আমড়াখালি চেকপোস্টের সামনে থেকে মটরসাইকেল সহ তাদের আটক করা হয়। আটক আলমগীর হোসেন বেনাপোল পাটবাড়ী গ্রামের আবু বক্কার এর ছেলে ও সাব্বির হোসেন একই গ্রামের নাসির উদ্দিন এর ছেলে।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিসি, পিএসসি) জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে আমড়াখালী চেকপোস্টে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টের টহলদল চেকপোস্টের সামনে দিয়ে বেনাপোল হতে শার্শাগামী ১ টি মোটর সাইকেল তল্লাশি করে ব্যাগের মধ্য হতে  ১৭০০০ টাকার  জালনোটসহ ২ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশী নাগরিক এবং তারা জাল টাকার ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করে। এছাড়াও জালনোট ব্যবসায় ব্যবহৃত ২ টি মোবাইল ও ১ টি মোটরসাইকেল আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ১,৯৮,৫০০/- (এক লক্ষ আটানব্বই হাজার পাঁচশত) টাকা। আটককৃত জালনোটসহ আসামীদেরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।