• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

যশোরের বেনাপোলে পেট থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার দুই যাত্রী আটক


প্রকাশের সময় : মে ২৫, ২০২২, ১০:৪৮ অপরাহ্ন / ১৯৭
যশোরের বেনাপোলে পেট থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার দুই যাত্রী আটক

খোরশেদ আলম, বেনাপোল, যশোরঃ যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে বাংলাদেশি এক যাত্রীর পেট থেকে তিনটি সোনার (স্বর্ণ) বার উদ্ধার হয়েছে।

২৫ ই মে (বুধবার) সকাল ৯ ঘটিকায় বেনাপোল ইমিগ্রেশনে গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই ও শুল্ক গোয়েন্দার যৌথ তল্লাশির মাধ্যমে ২ জন যাত্রীকে আটক করা হয়। পরে তাদেরকে রজনী ক্লিনিকে নিয়ে এসে এক্সরে করে তার পেটে দুইটি স্বর্ণের বার এর সাদৃশ্য দেখা যায়। পরবর্তীতে তার পেট থেকে কালো টেপ মোড়ানো দুইটা বার পাওয়া যায়। টেপ খুলে তিনটি স্বর্ণের বার পাওয়া যায় যার আনুমানিক ওজন ৩৫০ গ্রাম।

আটককৃত সোনার বার বহনকারীরা হলো মোঃ ফাহাদ উজ জামান খান, পিতাঃ মোঃনুরুজ্জামান খান, পাসপোর্ট নং- A03524619, গ্রামঃ সোলপাড়া, থানাঃ পালন, জেলাঃ শরীয়তপু এবং তার সাথে থাকা অপরজন হলো মোঃ  নান্টু, পিতাঃ কাশেম খান, পাসপোর্ট নং- A00253448,
গ্রামঃ সোলপাড়া, থানাঃ পালন, জেলাঃ শরীয়তপুর।

আটককৃত ব্যাক্তিদ্বয়কে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, দুইজন সোনা পাচারকারীকে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্তৃক মামলা দিয়ে থানা হাজতে আটক রাখা হয়েছে। তাদেরকে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।