• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

যশোরের বেনাপোলে আনসার কর্তৃক রেলওয়ের যন্ত্রাংশ চোর আটক


প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৩, ১০:০৬ অপরাহ্ন / ২৫৫
যশোরের বেনাপোলে আনসার কর্তৃক রেলওয়ের যন্ত্রাংশ চোর আটক

নিজস্ব প্রতিবেদক, বেনাপোল, যশোরঃ ভারত থেকে আমদানীকৃত রেলওয়ের মূল‍্যবান যন্ত্রাংশ চুরির সময় আনসার সদস‍্য কর্তৃক বেনাপোলে এক চোর আটক হয়েছে।

জানা গেছে, যশোরের শার্শা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এর তত্ত্বাবধানে ও এপিসি শফিকুলের নেতৃত্বে, আনসারের একটি টহল টিম সোমবারে রাতে, বেনাপোল বন্দরের টিটিআই মাঠ থেকে রেলওয়ের মূল‍্যবান যন্ত্রাংশ সহ বেনাপোলের ছোট আঁচড়া এলাকার সাহেব আলীর পুত্র সালাম (৩৬) নামে এক চোর আটক করা হয়েছে। এছাড়াও জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, উদ্ধারর্কৃত যন্ত্রাংশের আনুমানিক মূল‍্য ৪০ হাজার টাকা।

এ বিষয়ে শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল জানান, স্থলবন্দরের নিরাপত্তায় আমাদের আনসার সদস‍্যরা নিরলস ভাবে কাজ করে চলেছে। আমাদের যশোরের সুযোগ‍্য জেলা কমান্ড্যান্ট স‍্যারের নির্দেশে আনসারের দুটি টহল টিম নিয়মিত কাজ করছে। ফলে চুরি অনেকটা কমে এসেছে।