
আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বসত পুর গ্রামের বহুল আলোচিত আয়নাল হক ওরফে আনোয়ার হোসেন নামে এক প্রতারক পুলিশের হাতে আটক হয়েছে। তার বিরুদ্ধে ৩০টি জালিয়াতিসহ প্রতারনার মামলা রয়েছে বলে পুলিশ সুত্রের খবর।
বিভিন্ন ধরনের জালিয়াতি ও প্রতারনাসহ ৩০টি মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে আইনাল হককে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। আনোয়ার হোসেন একাধিক জালিয়াতি ও প্রতারনা মামলার ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।
মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কে এম রবিউল ইসলাম।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ওরফে আইনাল হক শার্শা উপজেলার বসতপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। তার ইট ভাটার ব্যবসাসহ বিভিন ধরনের ব্যবসা রয়েছে বলে জানা গছে।
তার স্বজনরা জানান, নাভারনের এক ব্যবসায়ীর সাথে মোটা অংকের টাকার ব্যবসায়ীক লেনদেনের ব্যাপারে তারা ষড়যন্ত্র মুলকভাবে তাকে ধরিয়ে দিয়েছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে আনোয়ার হোসেন ওরফে আইনাল হককে আটক করা হয়। সে দীর্ঘদিন পুলিশর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন। তিনি এলাকায় বিভিন্ন ধরনের জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন বলে পুলিশ জানায়।
আনোয়ার হোসেন শার্শা, বেনাপোল ও যশোরসহ বেশ কয়েকটি ব্যাংক থেকে নিজের নাম এবং জাতীয় পরিচয় পত্র পরিবর্তন করে ৫০ কোটি টাকারও বেশি বিনিয়োগ নিয়ে আত্মসাৎ করেছেন।
সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, আনোয়ার হোসেন ওরফে আইনাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে শার্শা থানাসহ বিভিন থানায় প্রতারনা ও জালিয়াতির ৩০টি মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :