
আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভাষা শহীদদের স্মরনে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে শার্শা থানা বিএনপির নির্বাহী সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি শোক র্যালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, স্বর্নির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু, যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, বাগআঁচড়া কলেজ ছাত্রদলের সভাপতি মহিদুল ইসলাম মহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অপর দিকে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের নেতৃত্বে শোক র্যালী ও পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুস, যুগ্ন- সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দিন উদ্দিন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুগ্ম আহব্বায়ক মনিরুজ্জামান মনি, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কায়বা ইউনিয়ন বিএনপির ছাত্রদলের সভাপতি হাসানুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আতিকুজ্জামান আশিক সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :