• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

যশোরের বাগআঁচড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৪, ৫:০৮ অপরাহ্ন / ৪০
যশোরের বাগআঁচড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের বার্ধক্যজনিত কারনে শুক্রবার ভোর ৪ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি — রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ১ স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা  আব্দুল কাদের ঝিকরগাছা উপজেলার রাজবাড়িয়া গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।তিনি বাগআঁচড়া বাজারে দীর্ঘ দিন ক্যাবল ব্যবসায় নিয়োজিত ছিলেন।

শুক্রবার সকাল ১০ টায় বাগআঁচড়ার নিজ বাড়ির উঠানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্টেট নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম।

পরে জুম্মার নামাজ শেষে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।  বাগআঁচড়া কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।