আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে 'ভালনারেবল উইমেন বেনিফিট'(ভিডব্লিউবি)কর্মসূচির আওতায় ৩০৮ জন উপকারভোগী গ্রামীণ দুস্থ নারীদের মাঝে গত (জুলাই ও আগষ্ট) মাসের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ইউনিয়নের ভি.ডাব্লিউ.বি কর্মসূচির ৩০৮ জন উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু,যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস বিশ্বাস। এ সময় তদারকি কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ট্যাগ অফিসার নাজমুল ইসলাম ও ইউপি সচিব মিলন হোসেন।
ট্যাগ অফিসার নাজমুল ইসলাম জানান, চলমান ভি. ডাব্লিউ. বি কর্মসূচির আওতায় বাগআঁচড়া ইউনিয়নে ৩০৮ জন উপকারভোগী রয়েছেন। তাদের মাঝে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে গত জুলাই ও আগষ্ট মাসের ৩০+৩০=৬০ কেজি (জনপ্রতি) চাল বিতরণ করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন,শাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন বাবু, শার্শা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কবির হোসেন, শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম হোসেন আশা, আলমগীর কবির, শার্শা উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা (ট্যাগ অফিসার) মো. নাজমুল হাসান, ইউপি সচিব মিলন হোসেন সহ ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ।