• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন

যশোরের বাগআঁচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন / ১৩
যশোরের বাগআঁচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আজিজুল ইসলামঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাবেক যুবদল নেতা আলম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা থানা বিএনপির যুগ্ন-আহবায়ক ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শার্শা থানা বিএনপির সদস্য সহিদুল ইসলাম, মশিয়ার রহমান, আব্দুর রশিদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক শাহাজান কবির, ইয়াকুব ধাবক, কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক তাজউদ্দিন আহমেদ, শার্শা থানা যুবদলের যুগ্ন-আহবায়ক মেহেদী হাসান, শার্শা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, রাজু মোল্ল্যা, কালাম আজাদ।

পরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান মিঠু ও কায়বা ইউনিয়ন বিএনপির আহবায়ক তাজউদ্দীন আহমদের নেতৃত্বে র‍্যালী বাগআঁচড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শেষ হয়।