• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

যশোরের বাগআঁচড়ায় গো খাদ্যের ভূসিতে ভেজাল, ঠকছে খামারিরা : গবাদিপশু অসুস্থ হয়ে পড়ছে


প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন / ১৭
যশোরের বাগআঁচড়ায় গো খাদ্যের ভূসিতে ভেজাল, ঠকছে খামারিরা : গবাদিপশু অসুস্থ হয়ে পড়ছে

আজিজুল ইসলাম,যশোরঃ গো-খাদ্যের সংকটে যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে ভেজাল মিশিয়ে গো- ভুসি বিক্রী হচ্ছে। গো-খাদ্যে নিম্নমানের ভূসির সাথে ধানের কুড়ো, তুস ও পঁচা আটা মিশিয়ে বসুন্ধরা কোম্পানির খালি বস্তায় ভরে তা বাজারে বিক্রি করছে কিছু মুনাফাখোর ব্যাবসায়ীরা। বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ভেজাল ব্যাবসার সাথে জড়িত রয়েছেন।

বাগআঁচড়া বাজারের বেশ কয়েকটি জায়গায় রাতে ও দিনে গোডাউনের দরজরা আটকিয়ে নিম্নমানের ভুসির সাথে ধানের কুড়ো ও পঁচা আটা মিশিয়ে বসুন্ধরার খালি বস্তায় ভরে তা দোকানে এনে বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ ক্রেতা ও খামারীরা ঠকছেন। অন্য কোম্পানির ভূসির চেয়ে ক্রেতা ও খামারিদের কাছে বসুন্ধরা কোম্পানির ভুসির কদর বেশী থাকায় ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগাচ্ছে।

বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের উত্তর পাশ্বে আনছার আলীর গোডাউনে দিনের বেলা চলছে নিম্নমানের ভুসির সাথে ধানের কুড়া ও আটা মিশানোর কাজ। মিশানো শেষ হলে তা বসুন্ধরা কোম্পানির খালি বস্তায় ভরে নতুন করে মুখ সেলাই করে পাঠানো হচ্ছে বাজারের বিভিন্ন দোকানে। বাগআঁচড়া বাজারে শামীম ট্রের্ডাসের মালিক শামীম হোসেনের বিরুদ্ধে নকল বসুন্ধরা ভুসি বিক্রির অভিযোগ উঠেছে ।

অভিযুক্ত শামীম হোসেন জানান,তিনি একা এ কাজ করেন না। বাগআঁচড়া বাজারের আরো ৫ থেকে ৬ জন ব্যবসায়ীও এ কাজ করেন।

সেই সব ব্যবসায়ীদের নাম কি জানতে চাইলে তিনি বলেন,শংকপুর রোডে ঠাকুর ঘরের পাশে একটি বড় দোকানের পিছনে এ কাজ চলছে।বাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম, বাবু চেয়ারম্যান মার্কেটের ভিতরে ও বাজারের একাধিক পয়েন্টে এমন কাজ চলে বলে তিনি দাবী করেন।

বেশ কয়েকজন খামার মালিক জানিয়েছেন, বসুন্ধরা গ্রুপের তৈরী গো-খাদ্য গরুর জন্য খুবই উপকারী। তবে ইদানিং ভূসি খাইয়ে গরু স্বাস্থ্য জটিলতায় ভুগছে। বিচালির দাম অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে তারা গো-ভূসি বেশী পরিমানে গবাদিপশুর খাইয়ে থাকেন।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার তপু কুমার সাহা জানান,এ কাজে যে প্রতিষ্ঠান জড়িত থাকবে তাদেরকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান,গো খাদ্যে ভেজাল মেশানো আইনত অপরাধ। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এ কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।