আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় পাচারকারীর পায়ু পথ থেকে ৬ টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার মুল্য ৭০ লাখ টাকা। এ সময় পাচারকারী মনির উদ্দিনকে আটক করেছে বিজিবি। সে ব্যানাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।
বিজিবি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে পাচারকারীরা সোনার একটি চালান ভারতে পাচার করার সময়, মসজিদবাড়ি বিজিবি চেকপোষ্ট এলাকায় পৌছালে মনির উদ্দিন নামে এক ব্যাক্তিকে সন্দেহজনক ভাবে আটক করা হয়। প্রথমে তার শরীর তল্লাশি করে কোন কিছু না পাওয়া গেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কথামত পায়ূপথ থেকে ৬ পিস্ সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৭০০ গ্রাম। মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফ্ট্যান্যান্ট কর্ণেল খুরশিদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন , উদ্ধারকৃত সোনার চালানটি যশোর ট্রেজারিতে জমা দেয়া হোয়েছে। আটক আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হোয়েছে।
আপনার মতামত লিখুন :