• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

যশোরের ঝিকরগাছায় যুবদল নেতা খুন


প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৪, ৭:১৫ অপরাহ্ন / ১২
যশোরের ঝিকরগাছায় যুবদল নেতা খুন

আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের ঝিকরগাছায় দুর্বত্তদের এলোপাথারি কোপে পিয়াল হাসান (২৭) নামের এক যুবক খুন হয়েছে। তিনি স্থানীয় যুবদলের নেতা বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পৌরসদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। নিহত পিয়াল হাসান মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে।

জানা গেছে, নিহত পিয়াল হাসান বাজার থেকে বাড়ি ফিরছিল। রেললাইনের উপর পৌছালে পুর্বশত্রুতার জের ধরে কয়েকজন যুবক তাকে ধাওয়া করে। এ সময় পিয়াল দৌড়ে ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিতর ঢুকে পড়ে। স্কুলের বারান্দায় তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা।

পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে নাভারন সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানসহ ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকালে পিয়াল হাসানের লাশ যশোর ২৫০শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিয়াল হাসান হত্যাকান্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান শনিবার সন্ধ্যায় জানিয়েছেন।